kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

চাঁদপুর থেকে ফের লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর প্রতিনিধি   

২৪ মে, ২০২১ ১১:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুর থেকে ফের লঞ্চ চলাচল শুরু

সোমবার ভোর থেকে আবারও চালু হয়েছে যাত্রীবাহী লঞ্চসহ অন্যান্য গণপরিবহন। এ জন্য ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীদের বাড়তি ভিড় দেখা গেছে। ভোর ছয়টায় যাত্রী নিয়ে প্রথমে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ত্যাগ করে এমভি রফরফ।

এরপর প্রতি ঘণ্টায় অন্য লঞ্চগুলোও যাত্রী নিয়ে রাজধানী সদরঘাটের উদ্দেশে যাত্রা করে। শুধু রাজধানীর সদরঘাট নয়, নারায়ণগঞ্জসহ আরো বেশ কয়েকটি নৌপথেও যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যেতে দেখা যায়। এ সময় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলোতে অবস্থান করতে দেখা যায়।

চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, সরকারের বেঁধে দেওয়া গাইডলাইন মেনে প্রতিটি লঞ্চ টার্মিনাল থেকে ছাড়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য জেলা প্রশাসন ও নৌ পুলিশের সহযোগিতায় কাজ চলছে। বেশ কয়েকটি লঞ্চের স্টাফরাও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা প্রদান করার কথা বলেন।

এদিকে যাত্রীরা জানান, ভাড়া বেশি নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। তাদের প্রত্যাশা- এমন ধারা যেন শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

উল্লেখ্য, চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জসহ ১৫টি নৌপথে প্রায় অর্ধশত যাত্রীবাহী লঞ্চ চলাচল করে।সাতদিনের সেরা