kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

গরমে গোসল করতে পুকুরে নামল দুই ভাই, উদ্ধার হলো লাশ

সাতক্ষীরা প্রতিনিধি   

২১ মে, ২০২১ ১৬:৩৪ | পড়া যাবে ১ মিনিটেগরমে গোসল করতে পুকুরে নামল দুই ভাই, উদ্ধার হলো লাশ

প্রতীকী ছবি।

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গাবুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো, গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) এবং একই গ্রামের শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা উভয়ে সম্পর্কে চাচাতো ভাই।

নিহত শিশুর স্বজন আলম হোসেন জানান, প্রচণ্ড গরমে সবার অজান্তে দুই ভাই বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. হাইকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা