kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

সুন্দরবনের দেড় শ বছরের ইতিহাসে এই প্রথম

বন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন এসিএফ জয়নাল

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

২০ মে, ২০২১ ২১:৫৫ | পড়া যাবে ২ মিনিটেবন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন এসিএফ জয়নাল

সুন্দরবনের দেড় শ বছরের ইতিহাসে এই প্রথম বন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রবর্তন করেছে বন অধিদপ্তর। প্রথমবারের এই সম্মননায় ভূষিত হয়েছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীনসহ তিন জন।

বুধবার দুপুরে চাদপাই রেঞ্জ অফিস চত্বরের আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ পত্র তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার।

স্বীকৃতিপ্রাপ্ত অন্যরা হলেন শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) ফরেস্টার মুহম্মদ সাদিক মাহমুদ ও কটকা অভয়ারণ্য কেন্দ্রের বন প্রহরী তোফাজ্জেল হোসেন।

সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. মঈনুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন ও  চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. এনামুল হক।

পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের দেড় শ বছরের ইতিহাসে এই প্রথম কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়া হলো। এতে বন কর্মকর্তা-কর্মচারীদের কাজের আগ্রহ সৃষ্টি হবে। ধীরে ধীরে বন অপরাধও কমে আসবে।সাতদিনের সেরা