kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত ৩

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২০ মে, ২০২১ ২১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত ৩

গফরগাঁও-ময়মনসিংহ সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বর্ণা আক্তার (৩০) নামে এক কর্মজীবী নারী নিহত হয়েছেন। একই ঘটনায় অজ্ঞাত অপর তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গফরগাঁও-ময়মনসিংহ সড়কের ত্রিশাল উপজেলার ধলা-বালিপাড়ার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা আক্তার নান্দাইল উপজেলার হাটসিরা গ্রামের রিপন মিয়ার স্ত্রী ও গফরগাঁও পঁচাশি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার।

জানা যায়, স্বর্ণা ময়মনসিংহ থেকে সিএনজিচালিত গাড়িযোগে কর্মক্ষেত্রে আসছিলেন। গাড়িটি ধলা-বালিপাড়ার মধ্যবর্তী স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে স্বর্ণাসহ চার যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

গফরগাঁও পঁচাশি ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু বলেন, খুবই দুঃখজনক ঘটনা। লাশের জন্য আমরা কোতোয়ালী থানায় আবেদন করেছি।সাতদিনের সেরা