kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

পদ্মায় গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৯ মে, ২০২১ ২০:৩৭ | পড়া যাবে ১ মিনিটেপদ্মায় গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহিম বেপারী (২০) ও সীমান্ত (১৮) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের বাঘের বাড়ি এলাকার পদ্মা নদীতে এঘটনা ঘটে। মাহিম উপজেলার মশদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে ও সীমান্ত একই গ্রামের টিপু খন্দকারের ছেলে।

মাহিমের চাচা সাবুন বেপারী জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ মশদগাঁও গ্রামের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী, টিপু খনকারের ছেলে সীমান্ত ও সালাউদ্দিন মাদবরের ছেলে একান্তসহ ৫/৬ বন্ধু মিলে গোসল করতে যায়। এসময় প্রবল স্রোতে তিনজন ভেসে যায়। বাকি দুই বন্ধুর চিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে এসে নদী থেকে তাদের তিনজনকে উদ্ধার করে। পরে তাদের লৌহজং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মাহিম ও সীমান্তকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ্য একান্তকে ভর্তি রাখা হয়েছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন পদ্মায় ডুবে দুই বন্ধুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা