kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

মা বাড়িতে ছিলেন না, বাবার কাছেও নিরাপত্তা পায়নি শিশুটি

বেনাপোল প্রতিনিধি   

১৮ মে, ২০২১ ১৭:৩৮ | পড়া যাবে ১ মিনিটেমা বাড়িতে ছিলেন না, বাবার কাছেও নিরাপত্তা পায়নি শিশুটি

যশোরের শার্শা উপজেলার পাড়িয়ারঘোপ গ্রামে নিজ পিতা ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি বলে নিশ্চিত করেছেন নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

জানা গেছে, তার স্ত্রী বাড়িতে না থাকায় সোমবার (১৭ মে) সকালে নিজ বাড়িতে তার মেয়েকে একা পেয়ে ধর্ষণচেষ্টা করছিল। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইউপি সদস্য খোরশেদের মাধ্যমে জানতে পারি একজন তার ৯ বছরের শিশু মেয়েকে ধর্ষণচেষ্টা করেছে। এ সংবাদ জানার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে এবং গোড়পাড়া পুলিশ ফাঁড়িতে আনার পর সে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, শিশুটির নানা বাদী হয়ে সোমবার বিকালে শার্শা থানায় মামলা করেছেন (মামলা নম্বর ২০)। মফিজুরকে আটক করে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।সাতদিনের সেরা