kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

সড়ক কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৮ মে, ২০২১ ০০:৩৮ | পড়া যাবে ১ মিনিটেসড়ক কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা নামক স্থানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের অপর এক আরোহী। ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে।

নিহতরা হলেন- তুর্য (২৩), রাউফু (২৫) এবং আহত সান (২৪)। সানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শাহজাহান চোকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পদ্মা সেতু দেখার উদ্দেশে নড়াইল সদর উপজেলা থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাপা দিলে তুর্য ও রাউফু গুরুতর আহত হয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা