kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

সোনাইমুড়িতে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১

নোয়াখালী প্রতিনিধি   

১৭ মে, ২০২১ ১৮:১০ | পড়া যাবে ১ মিনিটেসোনাইমুড়িতে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১

নোয়াখালীর সোনাইমুড়ি থেকে নাজমুল হাসান মেজবা নামে (৩০ মাস) বয়সী এক শিশুকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটক মো. রাসেল (২৩) উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য অম্বরনগর গ্রামের চৌকিদার বাড়ির জহির চৌধুরীর ছেলে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণকারীর বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এর আগে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অম্বরনগর গ্রাম থেকে এই অপহরণের ঘটনা ঘটে। অপহরণের ১০ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে লক্ষীপুর সদর থানা এলাকার বাঞ্চানগর গ্রামের বেড়িবাঁধের পাশে থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে এবং একই সাথে অপহরণকারীকে আটক করে পুলিশ।

সোনাইমুড়ি থানার ওসি গিয়াস উদ্দিন জানান, শিশুটি অপহরণ হবার ১০ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করা হয়েছে। সাতদিনের সেরা