kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

আনোয়ারায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি    

১৭ মে, ২০২১ ১৫:৪০ | পড়া যাবে ১ মিনিটেআনোয়ারায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জিয়াউর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় ২ শিশু ও নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৭ মে) সকাল ৮টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তরে (পিএবি) সড়কের হযরত রাজ ছিলা ফকির (র.) মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র জানান, পিকআপ ভ্যানের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে মেডিক্যালে নিয়ে আসা হয়েছে। সেখানে জিয়াউর রহমান (৩৫) নামে একজন মারা যান এবং নিহতের সাথে থাকা নারী ও ২ শিশু গুরুতর আহত হয়। তবে ঘটনাস্থলর কাউকে পাওয়া যায়নি।

সবাই একই পরিবারের সদস্য। চন্দনাইশ উপজেলার ধোফাছড়ি এলাকার বলে জানা গেছে।সাতদিনের সেরা