kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

৯৯৯-এ আলোকিত শিশু টিমের ফোন, বন্ধ হলো বাল্যবিয়ে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

১৬ মে, ২০২১ ১৪:২২ | পড়া যাবে ১ মিনিটে৯৯৯-এ আলোকিত শিশু টিমের ফোন, বন্ধ হলো বাল্যবিয়ে

৯৯৯-এ ফোন করে ময়মনসিংহ নগরীতে এক বাল্যবিয়ে বন্ধ করল কারিতাস আলোকিত শিশু টিম। আজ রবিবার দুপুরে এ বিয়ে বন্ধ করার ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, নগরীর পাটদুগাম দুলদুল ক্যাম্পে একটি বাল্যবিয়ের খবর জানতে পারে কারিতাস আলোকিত শিশু টিম। সেখানে গিয়ে জানা যায় মেয়েটির বয়স ১৭ বছর ৪ মাস। সে এবার এসএসসি পরীক্ষা দেবে। তার পরিবারের লোকজন তাকে জোর করে চাচাতো ভাইয়ের সঙ্গে আজ বিয়ে তারিখ নির্ধারণ করেন। 

অভিভাবকদের বুঝিয়ে কাজ না হওয়ায় কারিতাস আলোকিত শিশু টিম ৯৯৯-এ ফোন করে। এরপর পুলিশ এসে এ বিয়ে বন্ধ করে। মেয়েটির পরিবারের লোকজন মেয়ের বয়স ১৮ না হলে বিয়ে দেবে না বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।সাতদিনের সেরা