kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি    

১৬ মে, ২০২১ ০৯:২৪ | পড়া যাবে ২ মিনিটেমেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধের টেকসই মেরামত কাজের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকার কয়েক শ মানুষ এতে অংশ নেন। উপজেলার ১৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও যোগ দেয় মানববন্ধনে।

আন্দোলনকারীরা জানান, গত বর্ষায় জনতা বাজার এলাকা দিয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের মূল বাঁধ ভেঙে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় সাময়িকভাবে মেরামত করে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড। কিন্তু সামনে আবারো বর্ষা। ফলে বাঁধের সেই জনতা বাজার এলাকায় স্থায়ী ও টেকসই মেরামত কাজ এখনো হয়নি। তাঁরা জানান, বর্তমানে বাঁধের সিপাইকান্দি অঞ্চল দিয়েও ভাঙন দেখা দিয়েছে। এছাড়া বাঁধের বিভিন্ন অঞ্চলে ছোটখাটো ভাঙন রয়েছে। যা বর্ষার আগেই জরুরি ভিত্তিতে মেরামত করার প্রয়োজন।

আমরা মতলববাসী সংগঠনের আয়োজনে গতকাল শনিবারের ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, সহ-সভাপতি অ্যাডভোকেট শামীমুল ইসলাম শামীম, মুইয়্যা ও ফ্রেন্ডস ফোরাম'৯৮- এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এনামূল হক খান সুমন, ঢাকা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান কাফি, দূরন্ত ৯৭ যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান পাভেল, যুগ্ম আহ্বায়ক ডা. নূরে আলম প্রমুখ।

আগামী ১০ দিনের মধ্যে ভেঙে যাওয়া বাঁধের জনতা বাজার এলাকায় মেরামত কাজ শুরু না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা। সাতদিনের সেরা