kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

বাগমারায় বজ্রপাতে প্রাণ গেল দুর্গাপুরের দুই যুবকের

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি   

১৫ মে, ২০২১ ২০:৩৬ | পড়া যাবে ২ মিনিটেবাগমারায় বজ্রপাতে প্রাণ গেল দুর্গাপুরের দুই যুবকের

রাজশাহী বাগমারায় বজ্রপাতে প্রাণ হারালেন দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের দুই যুবক। শনিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে বাগমারা উপজেলার তালগাছি নামক এলাকায় একটি আমবাগানে এমন বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (২৮) ও মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (৩০)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে বাগমারা উপজেলার তালগাছি এলাকায় দুর্গাপুর মাড়িয়া গ্রাম থেকে পাঁচ শ্রমিক যান আম নামাতে।

আম নামানো শেষে দুপুর দেড়টার দিকে আকাশে কালো মেঘ দেখে তড়িঘড়ি করে ভ্যানচালকসহ তিনজন শ্রমিক আম বহনের কাজ শুরু করেন।

আর অপর দুজন শ্রমিক আম প্যাকেট জাত করছিলেন। এমন অবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আম প্যাকিং অবস্থায় শরীর ঝলসে ঘটনাস্থলে মারা যান বাবু ও রনি।

এ ঘটনায় আরো দুজন আহত হয়। আহতরা হলেন- রবিন ও সুমন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের বাড়িও একই গ্রামে।

স্থানীয়রা আরো জানান, নিহতের মধ্যে রনি একজন চাকরিজীবী সে একটি পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে এসে বন্ধুর সঙ্গে শখের বসে আম নামাতে যায়। এদিকে এমন মৃত্যুতে পুরো গ্রামের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, এ ঘটনা ঘটেছে বাগমারা উপজেলায়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা