kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

ঈদের রাতে নিজ দোকানের সামনে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল ব্যবসায়ীর

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি   

১৫ মে, ২০২১ ১০:৫৯ | পড়া যাবে ১ মিনিটেঈদের রাতে নিজ দোকানের সামনে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল ব্যবসায়ীর

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।

ঈদুল ফিতরের রাতে মনির শিকদার (৩৬) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৪ মে) রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের শিকদারের ছেলে এবং ওই বিদ্যালয়ের সামনের সড়কে মুদি-মনোহারির দোকানি।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে দোকান ঘুমাতে এসেছিল মনির। ওই সময় কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে  গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসক।

এব্যাপারে শনিবার সকাল ৮টার দিকে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, কলাপাড়া থানা থেকে লাশ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাস্থলে এসে খোঁজখবর নিচ্ছি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।সাতদিনের সেরা