kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

ফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে পোস্ট, অতঃপর...

অনলাইন ডেস্ক   

১৫ মে, ২০২১ ০৮:১২ | পড়া যাবে ১ মিনিটেফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে পোস্ট, অতঃপর...

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে পোস্ট করে পুলিশের হাতে ধরা খেয়েছেন ইসমাইল হোসেন (২৮) নামে এক যুবক। শুক্রবার (১৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। ইসমাইল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেনসিডিলের বোতল মুখে নিয়ে ছবি তুলে ওই ছবি ফেসবুকে পোস্ট করেন ইসমাইল হোসেন। এ ঘটনায় তাকে ধরতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।সাতদিনের সেরা