kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

শিশুদের বুদ্ধিমত্তায় বেঁচে যাওয়া পেঁচাটি অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    

১৪ মে, ২০২১ ২৩:৫১ | পড়া যাবে ১ মিনিটেশিশুদের বুদ্ধিমত্তায় বেঁচে যাওয়া পেঁচাটি অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের বুদ্ধিমত্তায় বেঁচে যাওয়া পেঁচাটি অবশেষে অবমুক্ত হয়েছে। মানবসেবায় সুস্থ হওয়ার পর শুক্রবার (১৪ মে) সন্ধ্যার দিকে পেঁচাটিকে অবমুক্ত করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে শিশুদের বুদ্ধিমত্তায় পেঁচাটি রক্ষা পায়। এ নিয়ে কালের কণ্ঠের অনলাইনে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পৌর এলাকার বাগান বাড়ির মো. রাসেল আহম্মেদ জানান, খেলার সময় তার ছেলে জুনায়েদ আহম্মদ আরাফ ডাব গাছে সুতার মধ্যে একটি পেঁচা আটকে থাকতে দেখে। এ অবস্থায় তাঁকে খবর দিলে শিশুদের সহযোগিতায় মই দিয়ে পেঁচাটিকে উদ্ধার করা হয়। 

তিনি জানান, সুতার মধ্যে আটকে ঝুলে থাকার কারণে পেঁচাটির একটি ডানা অনেকাংশ রক্তাক্ত হয়। পরে তাঁর এক আত্মীয় ভেটেরিনারি চিকিৎকের পরামর্শে পেঁচাটিকে চিকিৎসা দেওয়া হয়। নাপা ট্যাবলেট গুঁড়া করে খাবারের সঙ্গে মিশে খাওয়ানো ও ডানার মধ্যে কাঁচা হলুদ লাগানো হয়। এতে দুই দিনেই পেঁচাটি সুস্থ হয়ে উঠে। এ জন্য আল্লাহতালার কাছে লক্ষ কোটি শুকরিয়া। সাতদিনের সেরা