kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

বন্ধুদের সাথে ঈদ উপভোগে গিয়ে সড়কেই মৃত্যু নাইমের

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি   

১৪ মে, ২০২১ ১৭:২৭ | পড়া যাবে ১ মিনিটেবন্ধুদের সাথে ঈদ উপভোগে গিয়ে সড়কেই মৃত্যু নাইমের

ঈদ আনন্দ উপভোগে বন্ধুদের সাথে অটোরিকশা যোগে পানছড়ির পর্যটন স্পট মায়াবিনী লেকে যাচ্ছিল নাইম। কিন্তু বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সে চলে গেল না ফেরার দেশে।

নাইম খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. নাছিরের সন্তান। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার বেলা একটার দিকে ভাইবোনছড়া বাজার হয়ে মায়াবিনী প্রবেশ মুখেই এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রতগতির একটি বেপরোয়া মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দিলে অটোতে বসা নাইমের মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর শিমুল কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।সাতদিনের সেরা