kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

গরুর গুঁতোয় প্রাণ গেল মালিকের

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৪ মে, ২০২১ ১৬:৪৮ | পড়া যাবে ১ মিনিটেগরুর গুঁতোয় প্রাণ গেল মালিকের

ময়মনসিংহের নান্দাইলে গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল মো. মোস্তফা (৪২) নামে এক ব্যক্তির। তিনি চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে। আজ শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, ঈদের দিন হওয়ায় খুব সকালে ঘুম থেকে ওঠেন মোস্তফা। সব গৃহস্থালীর কাজকর্ম সেরে প্রস্তুতি নিচ্ছিলেন ঈদের জামাত পড়ার জন্য।

নিহত মোস্তফার চাচাতো ভাই মাসুম মিয়া জানান, সকাল ৯টার দিকে তার ভাই মোস্তফা নিজের গরুকে নিয়ে বাড়ির সামনে পুকুরপাড়ে যান গোসল করানোর জন্য। এ সময় ষাঁড় গরুটি হঠাৎ উত্তেজিত হয়ে তেড়ে গিয়ে তাকে গুঁতো দেয়। এতে তিনি পুকুরে পড়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে ওপরে উঠালে এর আগেই তার প্রাণ চলে যায়। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।সাতদিনের সেরা