kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

ট্রাক চলাচল নিয়ে মারধর, আজ মারা গেলেন চিকিৎসাধীন ব্যবসায়ী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি    

১৪ মে, ২০২১ ১৬:১৫ | পড়া যাবে ২ মিনিটেট্রাক চলাচল নিয়ে মারধর, আজ মারা গেলেন চিকিৎসাধীন ব্যবসায়ী

বগুড়ার শাজাহানপুরে মাটির ট্রাক চলাচল নিয়ে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত মাটি ব্যবসায়ী জাহিদুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সকালে ঈদের নামাজের আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যার কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঘটনার দুই সপ্তাহ পর তিনি মারা যান।

জাহিদুর রহমান উপজেলার চকজোড়া গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি মাটি-বালির ব্যবসার  সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, চকজোড়া গ্রামে জাহিদুর রহমানের মাটির পয়েন্ট রয়েছে। ওই পয়েন্ট থেকে মাটিবাহী ট্রাক যাতায়াত নিয়ে স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে গত ২৯ এপ্রিল রাতে মারধরে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে জাহিদুর রহমান গুরুতর আহত হয়ে শজিমেক হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় জাহিদুর রহমানের ছেলে শহিদুল ইসলাম বাদী হতে প্রতিবেশী মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪০), আবুল হোসেনের ছেলে আতিকুর রহমানসহ (৪২) ১৫ জনকে আসামি করে ৩ মে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। এমতাবস্থায় ঘটনার দুই সপ্তাহ পর আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুর রহমান মারা যান।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের পোস্টমর্টেম শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। মারধরের মামলাটি হত্যা মামলা হিসেবে আমলে নিতে আদালতে আবেদন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সাতদিনের সেরা