kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

সিরাজগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৩ মে, ২০২১ ১৯:৩৬ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

সিরাজগঞ্জে দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত নামা এক যুবক নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় গুরুতর  আহত হন অজ্ঞাত পরিচয়ের এই যুবক (৩০)। স্থানীয়দের সহায়তায় পুলিশ এই যুবককে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সাতদিনের সেরা