kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

সাতক্ষীরায় অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি   

১৩ মে, ২০২১ ১৮:৫৮ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরায় অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার

সাতক্ষীরার পাটকলঘাটা থানার বিনরপাতা এলাকায় অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বহস্পতিবার বেলা ১১টার দিকে বিনরপাতার ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী এই মহিলাটি ত্রিশ মাইল, বিনরপাতা এলাকায় প্রায়ই ঘাোরাফেরা করতেন। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন। মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিল পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরিচয় এখনো জানা যায়নি। মরদহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ।সাতদিনের সেরা