kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৩ মে, ২০২১ ১৮:৫৮ | পড়া যাবে ১ মিনিটেভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এশিয়ান এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন মিজানুর রহমান নামে এক মোটরসাইকেলচালক। বুধবার রাত আটটার দিকে এ ঘটনাটি ঘটে। 

নিহত মিজানুর রহমান (৫৫) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের মৃত আবদুল মালেক মাতুব্বরের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্দীপন সমাজকল্যাণ সংস্থার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের চাচাতো ভাই তৌহিদুর রহমান বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদুল ফিতরের ছুটিতে কর্মস্থল থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে। যানজটের আশঙ্কায় তিনি প্রাইভেটকারের বদলে মোটরসাইকেলযোগে সেখান থেকে রওনা হন। তিনি বলেন, নিহত মিজানুরের পরিবারের অনুরোধে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।সাতদিনের সেরা