kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

দোকানের রেফ্রিজারেটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি    

১৩ মে, ২০২১ ১৩:১৬ | পড়া যাবে ১ মিনিটেদোকানের রেফ্রিজারেটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে দোকানের রেফ্রিজারেটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আব্দুল আহাদ (৩৫) নামে এক মুদি দোকানদারের বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল আহাদ উপজেলার চকলোকমান দক্ষিণপাড়ার শাহ আলম সানার ছেলে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, আব্দুল আহাদের বাবা শাহ আলম সানা দীর্ঘ বছর ধরে ওমানে থাকেন। মাকে নিয়ে আব্দুল আহাদ একসাথে থাকেন। বাড়ির সাথে মুদি দোকানের ব্যবসা করেন। ব্যবসাপ্রতিষ্ঠানে নতুন ডিপ ফ্রিজ কেনেন আব্দুল আহাদ। বুধবার ইফতারের একটু আগে ওই ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন তিনি। এসময় বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যান আব্দুল আহাদ।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা