kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

তিন দিনের ছুটিতে হিলি স্থলবন্দর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি    

১৩ মে, ২০২১ ১১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেতিন দিনের ছুটিতে হিলি স্থলবন্দর

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর আজ থেকে টানা তিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তিনি আরো জানান, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আগামী ১৬ মে সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে বলেও তিনি জানিয়েছেন।সাতদিনের সেরা