kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

সেই শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন মা পেলেন অর্থ সহায়তা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১২ মে, ২০২১ ১৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেসেই শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন মা পেলেন অর্থ সহায়তা

পটুয়াখালীর কলাপাড়ায় শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন মা ডলি বেগমকে নিয়ে জীবিকার জন্য ভিক্ষা করা সেই অসহায় শিশু রুবিনাকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন মো. ফজলুল হক নামের এক লন্ডনপ্রবাসী।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বসে প্রবাসীর পক্ষে এ আর্থিক সহায়তা রুবিনার হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বুলেট আকন ও স্থানীয় সমাজকর্মী হাসান পারভেজ।

গত বছর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ‘মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে ভিক্ষায় চলে জীবন’- এমন তথ্যবহুল সংবাদ প্রচারিত হয়। এরপর শিশুটিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে শেখ হাসিনার বিশেষ অনুদানের জমিসহ একটি ঘর প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. নাসির উদ্দিন বিপ্লব বলেন, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে রুবিনা ও তার মাকে সহায়তায় এগিয়ে আসায় দরিদ্রতার বেড়াজাল থেকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসেছে পরিবারটি।  সাতদিনের সেরা