kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

জয়পুরহাটে ধান বোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত

জয়পুরহাট প্রতিনিধি   

১২ মে, ২০২১ ১৬:২০ | পড়া যাবে ১ মিনিটেজয়পুরহাটে ধান বোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে ধান বোঝাই ট্রাক উল্টে বস্তার নীচে চাপা পড়ে ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে আক্কেলপুর গোপীনাথপুর সড়কের হঠাৎপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব হোসেন (২১)। তার বাড়ি বগুড়ার নামুজা গ্রামের মসজিদ পাড়া গ্রামে।

আক্কেলপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বগুড়ার পিরব বাজার থেকে বোরো ধান বোঝায় একটি ট্রাক চাপাইনবাগঞ্জ যাবার পথে আক্কেলপুর-গোপীনাথপুর সড়কের হঠাৎ পাড়া নামক স্থানে চাকা দেবে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকটির হেলপার রাকিব ট্রাক থেকে নামতে গিয়ে ধানের বস্তার নীচে চাপা পড়ে মারা যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এস আই নজরুল জানান।সাতদিনের সেরা