kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

মেসির ব্যাগে ১০ হাজার ইয়াবা, র‍্যাবের হাতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক   

১২ মে, ২০২১ ১২:২০ | পড়া যাবে ১ মিনিটেমেসির ব্যাগে ১০ হাজার ইয়াবা, র‍্যাবের হাতে গ্রেপ্তার

কক্সবাজারে প্রায় ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া থেকে গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটকৃতরা হলেন কানজর পাড়ার জাফর আলমের ছেলে রফিক উদ্দিন ওরফে টোলাইয়া ও একই এলাকার জাফর আলীর ছেলে আকতার হোসাইন ওরফে মেসি।

এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কানজর পাড়ার কোনাপাড়া রাইচ মিল স্টেশনের সামনে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।সাতদিনের সেরা