kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেল সংশপ্তকের নতুন জামা

শাবিপ্রবি প্রতিনিধি   

১২ মে, ২০২১ ০০:১৫ | পড়া যাবে ১ মিনিটেসুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা পেল সংশপ্তকের নতুন জামা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মাঝে নতুন জামা উপহার দিয়েছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সংশপ্তক।

মঙ্গলবার (১১ মে) বিকালে উপজেলার নির্বাহী অফিসারের বাসা সংলগ্ন মাঠে এসব সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জামা, প্যান্ট, পাঞ্জাবি ও জুতা উপহার দিয়েছে সংগঠনটি। 

এর আগে উপজেলার অসহায়, কর্মহীন ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সংশপ্তকের সমন্বয়ক জহিরুল ইসলাম, পৌরসভা টিম লিডার সাইফুল ইসলাম স্বপ্নীল, সাতবাড়িয়া ইউনিয়ন টিম লিডার সাইফুল ইসলাম, জোড্ডা পশ্চিম ইউনিয়ন টিম লিডার মাজেদুল হাসান, মক্রবপুর ইউনিয়ন টিম লিডার পারভেজ, ঢালুয়া ইউনিয়ন সহকারী টিম লিডার আব্দুল্লাহ আল রায়হান, সদস্য আরিফ মজুমদার, আশিকুর রহমান, মোফাজ্জল হোসেন রিকু ও রবিউল হোসেন রাজু প্রমুখ। সাতদিনের সেরা