kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

বোয়ালমারীতে হেফজখানা উদ্বোধন

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি   

১০ মে, ২০২১ ২০:৪৫ | পড়া যাবে ১ মিনিটেবোয়ালমারীতে হেফজখানা উদ্বোধন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আরো একটি হেফজখানা উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে হেফজখানাটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হেফজখানা উদ্বোধন করেন বাইখীর বনচাকি ফাজিল মাদরাসার সাবেক উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মো. নজরুল ইসলাম খান। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জান লিটু, হেফজখানার অধ্যক্ষ এমএম জিয়াউল কাইয়ুম, বাইখীর বনচাকি মাদরাসার সাবেক অধ্যক্ষ ও মাদরাসার সভাপতি মাওলানা মো. মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো. আলমগীর মোল্যা প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক মো. ফারুক মিয়ার সভাপতিত্বে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজিন, মুত্তাকিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা