kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি   

৯ মে, ২০২১ ২১:১৭ | পড়া যাবে ১ মিনিটেআম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে আল নূর (৮) নামে এক শিশু মারা গেছে। আজ রবিবার বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নের চরসিদলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি গ্রামের কৃষক ইকবাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পেছনে আম কুড়াতে যায় আল নূর। এ সময় বজ্রপাত হলে শিশুটি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা