kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্ট শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর    

৯ মে, ২০২১ ১৯:২৮ | পড়া যাবে ১ মিনিটেছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্ট শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্ট শ্রমিকরা। আজ রবিবার বিকেলে পলমল গ্রুপের সাফা সোয়েটারের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ অবরোধ করে। এতে ওই মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কর্তৃপক্ষ দাবি মেনে নিলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। 

শ্রমিকরা জানায়, সাফা সোয়েটারে ঈদ উপলক্ষ্যে রবিবার সাত দিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়। তিন দিনের ছুটি বাড়ানো নিয়ে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও ফল পায়নি। পরে তারা আন্দোলনে নামেন।  

শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক মো. মুর্শেদ আলম বলেন, কারখানার কাজের চাহিদা প্রচুর। এ কারণে ঈদে সাত দিনের ছুটি দেওয়া হয়েছিল। শ্রমিকদের আপত্তি কারণে তিন দিন বাড়াতে বাধ্য হয়েছেন।সাতদিনের সেরা