kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

সরাইল প্রেসক্লাবের মানবিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    

৮ মে, ২০২১ ০৯:৫১ | পড়া যাবে ১ মিনিটেসরাইল প্রেসক্লাবের মানবিক সহায়তা

করোনা পরিস্থিতিতে সমাজের অসহায় ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেস ক্লাব। গতকাল শুক্রবার (৭ মে) সকালে প্রেস ক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধীর হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়।

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সরাইল সরকারি কলেজেরে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, প্রেস ক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট সৈয়দ তানবীর হোসেন কাউসার, ফয়সাল আহমেদ মৃধা দুলাল, সরাইল উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সেলু, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ প্রমুখ।সাতদিনের সেরা