kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

ট্রাকচাপায় নিভে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

৭ মে, ২০২১ ২৩:৪০ | পড়া যাবে ১ মিনিটেট্রাকচাপায় নিভে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিহত আ. আওয়াল সুভল

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আ. আওয়াল সুভল (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সারোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুল আ. আওয়াল সুভল পৌর শহরের চন্ডিপাশা জোড় পুকুরপার এলাকার মৃত কেনু মিয়ার ছেলে। সে উপজেলা সহকারী কমিশনার ভূমির গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ঘোষপালা আমলিতলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আ. আওয়াল সুভল সারোয়ার নামে একজনের মোটরসাইকেলে নান্দাইল পৌর শহরে আসছিলেন। আমলীতলা আসতেই কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সুভল মারা যায়। পরে স্থানীয়রা সারোয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মনজুরুল হক খান বলেন, ঘাতক ট্রাকটি নান্দাইল চৌরাস্তা এলাকায় স্থানীয় জনতা আটক করেছে বলেও জানান তিনি।সাতদিনের সেরা