kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

ছাইয়ের স্তুপে কিশোরের পেটকাটা লাশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

৭ মে, ২০২১ ১৬:৩৩ | পড়া যাবে ১ মিনিটেছাইয়ের স্তুপে কিশোরের পেটকাটা লাশ

চাঁপাইনবাবগঞ্জে ছাইয়ের স্তুপ থেকে এক ক্ষুদ্র নৃগোষ্ঠি ও অটোরিকশা চালকের পেটকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক আদিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুয়েল মার্ডী (১৭) গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ানের বেলডাঙ্গা গ্রামের সুধির মার্ডীর ছেলে।

নিহতের পরিবার জানান, বৃহস্পতিবার সকালে জুয়েল বাসা থেকে অটোরিকশা চালাতে বের হয়। রাতে বাড়ি বাড়ি ফেরেনি। সে কোন মোবাইল ফোন ব্যবহার করতো না। পরে শুক্রবার সকালে খবর পায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, শুক্রবার সকালে রহনপুর-আড্ডা রোডে তেতুলতলা নামক স্থানে রাস্তার পাশে ছাইয়ের স্তুপ থেকে ওই আদিবাসীর লাশ উদ্ধার করা হয়। তবে ধারালো অস্ত্র দারা পেটকাটা ছিলো। সে পেশায় একজন অটোরিকশা চালক। ধারনা করা হচ্ছে, অটোরিকশা ছিনতায়ের জন্য এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।সাতদিনের সেরা