kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

কক্সবাজারের এমপি কমল করোনা আক্রান্ত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

৭ মে, ২০২১ ০০:১৭ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারের এমপি কমল করোনা আক্রান্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর কভিড বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

শরীরে জ্বর অনুভূত হলে গত ৪ মে তিনি করোনার নমুনা পরীক্ষা দেন। পরদিন ৫ মে সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসলে রাতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জানান, তাঁর শরীরে সামান্য জ্বর আছে, তবে তিনি মোটামোটি সুস্থ আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি কক্সবাজার সদর, শহর, ঈদগাঁও, রামুসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।সাতদিনের সেরা