kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

কালীগঞ্জে বেদেপল্লীর ৫ শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

৬ মে, ২০২১ ২১:০৩ | পড়া যাবে ১ মিনিটেকালীগঞ্জে বেদেপল্লীর ৫ শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ শতাধিক হতদরিদ্র বেদে সম্প্রদায় পরিবারের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ জেলা পুলিশের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার কাশিপুর ও বারবাজার বেদেপল্লীতে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শহরের বেদে সম্প্রদায়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ। করোনাকালে চাল, ডাল, তেল, আলু, খেজুর, সেমাই, চিনি, সাবানসহ খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্ররা।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া, সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।সাতদিনের সেরা