kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

রাবির ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে অধ্যাপক আনন্দ কুমার সাহা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৬ মে, ২০২১ ২০:২৭ | পড়া যাবে ১ মিনিটেরাবির ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে অধ্যাপক আনন্দ কুমার সাহা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের মেয়াদ শেষ হওয়ায় উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদপূর্তিতে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসাবে উক্ত দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা। নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন তিনি। 

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ মে রাবির উপাচার্য হিসেবে দ্বিতীয়বার নিয়োগ পান ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহান। সে নিয়োগের চার বছর শেষ হয় ৬ মে।সাতদিনের সেরা