kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

বিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম মারা গেছেন

সিলেট অফিস   

৬ মে, ২০২১ ০২:১০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম মারা গেছেন

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম মারা গেছেন।

বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেটের  মাউন্ড এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।

দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ নানা রোগে ভুগছিলেন। 

সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। এরপর মঙ্গলবার (৪ মে) রাতে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবারা রাতে মারা যান। 

রাজনীতির পাশাপাশি ক্রীড়া অন্তপ্রাণ হিসেবেও পরিচিত ছিলেন সেলিম। তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।সাতদিনের সেরা