kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

চাঁদপুরে সাংবাদিকদের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ

চাঁদপুর প্রতিনিধি   

৫ মে, ২০২১ ২০:০৫ | পড়া যাবে ২ মিনিটেচাঁদপুরে সাংবাদিকদের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ

চাঁদপুরে মহামারি করোনাভাইরাস সংক্রমণরোধে ঘর থেকে বেরিয়ে পড়া সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দিনভর জেলা শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পথচারী, রিকশাচালক, ব্যাটারিালিত অটোচালক, সিএনজিরিকশা চালকসহ পথে নেমে আসা বিভিন্ন শ্রেণির একহাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সচেতনামূলক সভা ও মাস্ক বিতরণ শেষে জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, করোনার এমন মহামারিতে আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু হাটে, মাঠে ঘাটে নয়-শপিংমল বিপণী বিতানগুলোতেও এমন নিয়ম মেনে চলতে হবে। তবে কেউ যদি সরকারের বেধে দেওয়া স্বাস্থবিধি না মানেন, তা হলে তার বিরুদ্ধে অবশ্যই দণ্ডনীয় অপরাধ হিসেবে শাস্তি পেতে হবে।

এসব বিষয় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ।সাতদিনের সেরা