kalerkantho

রবিবার । ৩০ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৩ জুন ২০২১। ১ জিলকদ ১৪৪২

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর বেতন পেলেন অসহায় গ্রামপুলিশ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

৫ মে, ২০২১ ১৬:৩০ | পড়া যাবে ১ মিনিটেকালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর বেতন পেলেন অসহায় গ্রামপুলিশ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গ্রামপুলিশ দীনেশ রবিদাস অবশেষে বেতন পেয়েছেন। গত ২০ এপ্রিল কালের কণ্ঠে 'জমিসংক্রান্ত বিরোধে ৮ মাস বেতন বন্ধ গ্রাম পুলিশের' শিরোনামে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে প্রশাসনের। এতে তার বেতন পাওয়ার জন্য আর বেগ পেতে হয়নি।

জানা যায়, তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস দীনেশ রবিদাসের বেতন বন্ধ করায় ৯ সদস্যের পরিবার নিয়ে তিনি অসহায় হয়ে পড়েন। দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় খেয়ে না খেয়ে চলছিল তার সংসার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট মাস বেতন বন্ধ করার ফলে বারবার ইউএনওর কাছে গিয়েও প্রতিকার হয়নি। গ্রামপুলিশ কালের কণ্ঠের এ প্রতিবেদককে তার অসহায়ত্বের কথা জানালে তার মানবেতর জীবন নিয়ে রিপোর্টটি প্রকাশিত হলে তা ভাইরাল হয়।

ফলে গত ২ মে দীনেশ ৮ মাসের বেতন-ভাতা উত্তোলন করেন। দীনেশ রবিদাস কালের কণ্ঠের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছোট চাকরি করলেও আমরা জুয়া, মাদকসহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে পুলিশকে দিই। আশা করি, আমার কর্মময় জীবনে আরো সফলতার সাথে কাজ করব।'  সাতদিনের সেরা