kalerkantho

শনিবার । ২৫ বৈশাখ ১৪২৮। ৮ মে ২০২১। ২৫ রমজান ১৪৪২

ইট ভাঙা মেশিনের গাড়ি গেল উল্টে, চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি    

৫ মে, ২০২১ ১১:৫৮ | পড়া যাবে ১ মিনিটেইট ভাঙা মেশিনের গাড়ি গেল উল্টে, চালক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইট ভাঙা মেশিনের গাড়ি উল্টে চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম জাহাঙ্গীর হোসেন (৩২)। তিনি উল্লাপাড়া উপজেলার কয়রা চড়ুইমুড়ি গ্রামের সোহরাব প্রামানিকের ছেলে।

সোহরাব প্রামানিক জানান, আজ বুধবার (৫ মে) সকালে শ্যালোইঞ্জিনচালিত ইট ভাঙা মেশিনের গাড়িতে করে অন্য শ্রমিকদের নিয়ে বাড়ি থেকে কয়ড়া বাজারের উদ্দেশে বের হন জাহাঙ্গীর। কয়ড়া বাজার এলাকায় শ্রমিকদের নামিয়ে দিয়ে সরু একটি রাস্তা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে গাড়িটি উলটে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন চালক জাহাঙ্গীর।সাতদিনের সেরা