kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বদলগাছী ও মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি   

৪ মে, ২০২১ ১৬:৫৬ | পড়া যাবে ১ মিনিটেবদলগাছীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা যায়, উপজেলার ইসমাইলপুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে ফিরোজ হোসেন (৪০) মোটরসাইকেলযোগে কোলার হাটে যাওয়ার পথে ইসমাইলপুর মাদরাসার সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা মাছবাহী একটি ভটভটির সামনে পড়লে তিনি আতঙ্কে ছিটকে পড়েন সড়কে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভটভটি চালক রুবেল হোসেনকে আটক করে।

বদলগাছী থানার ওসি মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভটভটিসহ চালক রুবেল হোসেনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।সাতদিনের সেরা