kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

সাবেক পূত্রবধূর মামলায় শাশুড়ি ও তিন ননদ গ্রেপ্তার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি   

২ মে, ২০২১ ১৮:১৪ | পড়া যাবে ১ মিনিটেসাবেক পূত্রবধূর মামলায় শাশুড়ি ও তিন ননদ গ্রেপ্তার

যশোরের মণিরামপুরে পূত্রবধূর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শাশুড়ি ও তিন ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার পলাশী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশী গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী আলেয়া বেগম এবং তার তিন মেয়ে রুপা খাতুন, সাবিনা খাতুন ও তহমিনা খাতুন।

স্থানীয়রা জানান, আলেয়া বেগমের বড় ছেলে হাবিবুর রহমান কয়েক বছর আগে যশোরের বাঘারপাড়া উপজেলার এক নারীকে বিয়ে করেন। পরে পারিবারিক কলহের জেরে ২০১৯ সালে স্বামী, শাশুড়ি ও তিন ননদের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই নারী। পরে হাবিবুরের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। সেই মামলায় কয়েকমাস আগে হাবিবুরকে আটক করে পুলিশ।

মনিরামপুর থানার এসআই যোগেশ মণ্ডল বলেন, এ মামলায় হাবিবুরের মা ও তিন বোন পলাতক ছিলেন। যে কারণে তাদের নামে গ্রপ্তারি পরোয়ানা জারি হয়। আদালত থেকে কাগজ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।সাতদিনের সেরা