kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

পিকআপ-ভ্যানের সংঘর্ষে গেল প্রাণ, উদ্ধারে এসে পুলিশ পেল ফেনসিডিল

দিনাজপুর প্রতিনিধি    

২ মে, ২০২১ ১৪:০৮ | পড়া যাবে ১ মিনিটেপিকআপ-ভ্যানের সংঘর্ষে গেল প্রাণ, উদ্ধারে এসে পুলিশ পেল ফেনসিডিল

দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিলবাহী পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের মখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালকের নাম সফিকুল ইসলাম (৩৫)। তিনি নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মামুদপুর ইউনিয়নের আম বাগান গ্রামের মোহাম্মদ আলী সুরুজের ছেলে।

এদিকে, দুর্ঘটনাকবলিত পিকআপ থেকে পুলিশ ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। 

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর কানাগাড়ী গ্রিন অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, সকাল সাড়ে ৯টায় ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর কানাগাড়ী গ্রিন অটোরাইস মিলের সামনে পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সফিকুল ইসলাম মারা যান। এসময় স্থানীয় জনতা পিকআপটিকে আটক করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ওসি মো. আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা ও মাদকদ্রব্য আইনে একটি পৃথক মামলা দায়ের করা হবে।সাতদিনের সেরা