kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

পালিয়ে থেকেও লাভ হলো না দুই ভাইয়ের, অবশেষে ধরা

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি   

১ মে, ২০২১ ১৬:৩১ | পড়া যাবে ১ মিনিটেপালিয়ে থেকেও লাভ হলো না দুই ভাইয়ের, অবশেষে ধরা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার উপ পরিদর্শক মুহাম্মদ আক্কাস আলী জানান, ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের সৈয়দ হারুন অর রশিদের দুই ছেলে সৈয়দ সাইফুল ইসলাম (৩৮) ও সৈয়দ তারিকুল ইসলাম (২৫) সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে দুই ভাইকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বৈদেশিক কর্মসংস্থান সংশোধন ও অভিধানিক আইন ২০১৩ এর ৩১ ধারায় সিআর ৯৩২/১০০/১৭, সিআর ৫৬৭/২৬ মামলায় দুই বছরের জেল হয়।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।সাতদিনের সেরা