kalerkantho

শুক্রবার । ২৪ বৈশাখ ১৪২৮। ৭ মে ২০২১। ২৪ রমজান ১৪৪২

কালের কণ্ঠে সংবাদ; খাবার পেল সেই পথশিশুরা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১ মে, ২০২১ ১৫:৫২ | পড়া যাবে ১ মিনিটেকালের কণ্ঠে সংবাদ; খাবার পেল সেই পথশিশুরা

কালের কণ্ঠে আজকেই প্রকাশ হয়েছিল ময়মনসিংহ রেল স্টেশনের পথশিশুদের লকডাউনের সময় অভুক্ত থাকার সংবাদ। তবে আজ দুপুরেই প্রায় ৪০ জন পথশিশুর খাবারের ব্যবস্থা করলেন ময়মনসিংহের নারী উদ্যোক্তা সালমা ইসলাম। তিনি নগরীর চরপাড়া এলাকার বাসিন্দা।

বুবুস কিচেন নামে একটি খাদ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠান তিনি পরিচালনা করেন। রমজানে তিনি প্রতিদিন ১০০ রোজাদারকে ইফতার প্রদান করছেন। আজ দুপুরে ভাটিকাশর এবং বড় কালীবাড়ি পৃথক দুটি এলাকাতে তিনি শিশুদের হাতে এসব খাবার তুলে দেন। এ ক্ষেত্রে সহযোগিতা করেন কারিতাসের ড্রিম প্রকল্পের কর্মকর্তারা। 

কালের কণ্ঠ'র ময়মনসিংহের প্রতিনিধি নিয়ামুল কবীর সজল, কারিতাসের বিপাশা মানকিন এ সময় উপস্থিত ছিলেন।
সালমা ইসলাম বলেন, তিনি ভবিষ্যতেও এসব শিশুর জন্য যতটুকু সম্ভব সহায়তার হাত বাড়িয়ে দেবেন।সাতদিনের সেরা