kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

কক্সবাজারে পথশিশুকে ধর্ষণ, তিন ধর্ষক আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

১ মে, ২০২১ ০৪:৩৪ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে পথশিশুকে ধর্ষণ, তিন ধর্ষক আটক

কক্সবাজার শহরে আট বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে সমুদ্রসৈকতের সিগ্যাল পয়েন্টে তিন যুবকের হাতে ধর্ষণের শিকার হয় ওই শিশু। 

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে ধর্ষক তিন ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন নতুন জীবনের সংগঠকরা।

পথশিশুদের সংগঠন নতুন জীবনের সংগঠক সাংবাদিক ওমর ফারুক হিরু জানান, বিষয়টি তার নজরে এলে  শিশুটিকে নিজ হেফাজতে রাখেন। পরে সংগঠনের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তিন যুবককে আটক করে সদর মডেল থানায় হস্তান্তর করেছেন বলে জানান তিনি। ওই পথশিশুকে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক তিন যুবক ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে জানা গেছে। আটককৃতরা হলেন- পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার স্থানীয় বাসিন্দা মো. আরিফ, রোহিঙ্গা মো. রাশেদ ও মো. জুয়েল।

এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।সাতদিনের সেরা