kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

১ মে, ২০২১ ০০:৩১ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজার শহরের কলাতলীতে সি পার্ল-২ নামের এক আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর পুলিশ। 

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে হোটেলের কর্মী বেড পরিষ্কার করতে গিয়ে তরুণীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কক্সবাজার সদর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার হোটেলের কেয়ারটেকার মোতাহের হোসেনের মাধ্যমে হোটেলের ৬-ডি কক্ষে উঠেন এক তরুণ ও তরুণী। শুক্রবার দুপুর পর্যন্ত তাদের সাড়া-শব্দ না পেয়ে কেয়ারটেকার বিকল্প চাবি ব্যবহারের মাধ্যমে কক্ষটি খুললে ফ্যানের সঙ্গে তরুণীর মরদেহ ঝুলতে থাকে বলে দাবি তাদের।

এদিকে তরুণীর কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তরুণীর ঠিকানা টেকনাফের হ্নীলা বলে জানা গেছে। মেয়েটির সঙ্গে যে ছেলেটি ছিল সে পলাতক বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, ওই ঘটনায় হোটেলের কেয়ারটেকার মোতাহের হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মেয়েটির সঙ্গে যে ছেলেটি ছিল সে পলাতক রয়েছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা