kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

দায়িত্ব ও ভালোবাসায় বাঁচল কুকুরটির প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

৩০ এপ্রিল, ২০২১ ২০:১১ | পড়া যাবে ১ মিনিটেদায়িত্ব ও ভালোবাসায় বাঁচল কুকুরটির প্রাণ

সিরাজগঞ্জে শুক্রবার দুপুরে পৌর শহরের পুরাতন পোস্ট অফিস রোড এলাকায় একটি কুয়া থেকে বাচ্চা কুকুর উদ্ধার করে দায়িত্ববোধ ও ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা। 

শুক্রবার কোনো এক সময় চলাচলের সময় কুকুরটি মাটির কুয়ায় পড়ে যায়। এসময় স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি দল সেখানে পৌঁছে পানি বিহীন কুয়া থেকে বাচ্চা কুকুরটিকে উদ্ধার করে রাস্তায় ছেড়ে দেয়। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি মঞ্জিল হক বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের দল গিয়ে কুয়ায় পড়ে যাওয়া পথের বাচ্চা কুকুরটিকে উদ্ধার করে রাস্তায় ছেড়ে দেয়। তিনি আরো বলেন, আমাদের দায়িত্ববোধ ও ভালবাসা থেকেই কুকুরটিকে উদ্ধার করা হয়েছে।সাতদিনের সেরা