kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

বিড়ালের জন্য ওষুধ কিনতে গিয়ে লাশ হলো শিশুটি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৩০ এপ্রিল, ২০২১ ১৮:২৪ | পড়া যাবে ১ মিনিটেবিড়ালের জন্য ওষুধ কিনতে গিয়ে লাশ হলো শিশুটি

ফরিদপুরে অটোরিকশাচাপায় আপন পাল নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের ধুলদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আপন পাল ফরিদপুরের সঙ থিয়েটারের সভাপতি ও বেসরকারি সংস্থা এসডিসি’র সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক প্রসেনজিৎ পালের ছোট ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, বাড়ির পোষা বিড়ালের জন্য ওষুধ কিনতে আপন বাড়ির পাশের বাজারে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে আপনকে বাড়ির সীমানায় সমাধি দেওয়া হয়। 

করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনাটি কেউ আমাদের জানায়নি।সাতদিনের সেরা