kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

বগুড়ায় ফেনসিডিল বিক্রির ঘটনায় ৮ পুলিশ বদলি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৭ এপ্রিল, ২০২১ ১৭:০৪ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ায় ফেনসিডিল বিক্রির ঘটনায় ৮ পুলিশ বদলি

ফেনসিডিল বিক্রির ঘটনায় বগুড়ার শিবগঞ্জ থানার অন্তর্ভুক্ত মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের গণবদলির আদেশ দেওয়া হয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার এ আদেশ দেন। গতকাল সোমবার এ বদলির আদেশ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে এসে পৌঁছিয়েছে।

ওই আদেশে এসআই আনিছুর রহমানকে সোনাতলা, এএসআই মিজানকে সারিয়াকান্দি, কনস্টেবল যথাক্রমে মিজানুর রহমানকে দুপচাঁচিয়া, কিবরিয়াকে সারিয়াকান্দি, অরুপকে বগুড়া সিলিমপুর পুলিশ ফাঁড়ি, মিলন রহমানকে আদমদীঘি থানায়, সজিব রহমানকে গাবতলী থানার বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে, মোজাফফর আলীকে গাবতলী থানায় বদলি করা হয়।

এর আগে সার্কেল অফিসের কনস্টেবল আলাউদ্দিনকে নন্দিগ্রাম থানার কুমিড়া পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়।

ফেনসিডিল বিক্রির ঘটনায় গত ২১ এপ্রিল শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকীকে বরিশাল রেঞ্জ অফিসে বদলি, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুজ্জামান শাহিনকে ওয়্যার হেড কোয়ার্টারে এবং মামলার বাদী এসআই সুজাউদ্দৌলাকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

এসআই আনিছুর রহমান ও সার্কেল অফিসের কনস্টেবল আলাউদ্দিন নিজেই বদলির আদেশের তথ্যটি নিশ্চিত করেছেন ।সাতদিনের সেরা